প্রকাশিত হয়েছেঃ আগস্ট ৭, ২০২৫ সময়ঃ ১০:২৭ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায়
আহত শিশু জুবায়ের (৫) মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জুবায়ের উপজেলার যশরা গ্রামের জালাল উদ্দীনের পুত্র।
উল্লেখ্য, গত ৬ আগষ্ট বুধবার দুপুর ২ টার দিকে গফরগাঁও -হোসেনপুর সড়কের শিলাসী নূর মসজিদ এলাকায় ড্রাম ট্রাক ও যাত্রীবাহী অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় শিশু সহ গুরুতর আহত হন ৪ জন। পরে স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে ২ জন মারা যায়। মৃত যাত্রীরা হলেন- উপজেলার হাটুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মুনজু মিয়া (৪০) ও যশরা গ্রামের মোঃ অহেদুল্লাহর ছেলে আলাউদ্দিন (৫০)। অপর ২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়েছিল।
গফরগাঁও থানার ওসি মোঃ বাচ্চু মিয়া বলেন, এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
###