প্রকাশিত হয়েছেঃ জুলাই ২৯, ২০২৫ সময়ঃ ৪:৩১ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. তায়িব আকন্দ (২০) নামে এক যুবক নিহত ও একজন আহত গুরুতর হয়েছেন। নিহত তায়িব উপজেলার ভরাডোবা ডিমাইলপাড়ার মো. বাবুল আকন্দের ছেলে। আহত মো. আবদুল হাকিমকে ময়মনসিংহের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গত সোমবার (২৮ জুলাই) রাতে উপজেলা গোয়ারী মুক্তির বাজার নামক স্থানে ভালুকা-গফরগাঁও সড়কে ওই দুর্ঘটনাটি ঘটে।
ভালুকা ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে উপজেলার বিরুনীয়া ইউনিয়নের গোয়ারী মুক্তির বাজার নামক স্থানে ভালুকা-গফরগাঁও সড়কে বিপরিত দিক থেকে আসা দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তায়িব আকন্দ ও হাকিম নামের দুইজন ছিটকে সড়কের উপর পড়ে এবং তায়িব মারা যান।
মোট পড়া হয়েছে: ১১