প্রকাশিত হয়েছেঃ জুলাই ২৬, ২০২৫ সময়ঃ ৮:৩৮ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উস্তি ইউনিয়নের পাল্টিপাড়াতে অধ্যক্ষ মাওলানা রইছ উদ্দিন ফারুকী ফাউন্ডেশন এবং তরুণ এর উদ্যোগে আজ শনিবার (২৬ জুলাই) দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা উপজেলায় উত্তর পালটি পাড়া ফুরকানিয়া মাদরাসা প্রাঙ্গণে এ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন অত্র ফাউন্ডেশনের সমাজ কল্যান সম্পাদক মাহবুবুল হাসান।

অত্র ফাউন্ডেশনের ভাইস- চেয়ারম্যান শামসুদ্দুহা মাসুমের সভাপতিত্বে ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের গনিত বিভাগের সহযোগী অধ্যাপক মতিউর রহমান ফারুকী এবং বিশেষ অতিথি ছিলেন আধিপত্যবাদ বিরোধী সাংস্কৃতিক সংগঠন তরুণ এর নির্বাহী পরিচালক এবং জুলাই ঐক্যের কেন্দ্রীয় সংগঠক ফাহিম ফারুকী।
অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা ছিলেন তরুণ এর উপদেষ্টা পরিষদ সদস্য মোতাসিম বিল্লাহ।
এ সময় গফরগাঁও উপজেলার জি.পি.পি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম খান, গফরগাঁও প্রেসক্লাবের যুগ্ম-আহবায়ক মোফাজ্জল আনসারী ও সমাজসেবক মোশাররফ হোসেন ইয়াহিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ডাঃ মোঃ আশরাফুল ইসলাম এর নেতৃত্বে ডাঃ তানিম হাসান, ডাঃ রিজা ও ডাঃ মারজানুল সহ ৪ জন বিশেষজ্ঞ ডাক্তার মেডিকেল ক্যাম্পে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। এ মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক দরিদ্র ও সুবিধাবঞ্চিত রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সহযোগী অধ্যাপক মতিউর রহমান ফারুকী বলেন, এই ফাউন্ডেশন দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সেবা করবে কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে।
বিশেষ অতিথির বক্তব্যে ফাহিম ফারুকী বলেন, আমরা সমাজের জন্য কিছু করতে চাই।
সভাপতির বক্তব্যে ফাউন্ডেশনের ভাইস- চেয়ারম্যান শামসুদ্দুহা মাসুম বলেন, এ এলাকার মানুষের জন্য আমাদের দায় আছে। যার যার অবস্থান অনুযায়ী এ সমাজের জন্য, এ দেশের জন্য আমাদের কিছু করা উচিৎ।
চিকিৎসা সেবা পাওয়া রোগীরা বলেন, এই উদ্যোগ এলাকার মানুষের বহুদিনের চাওয়া ছিল এবং এটি পূর্ণ হওয়ার মাধ্যমে জনগণের মৌলিক অধিকার বাস্তবায়িত হয়েছে।
###

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com