প্রকাশিত হয়েছেঃ জুলাই ২৫, ২০২৫ সময়ঃ ৮:০৪ অপরাহ্ণ

Spread the love
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।

ময়মনসিংহের ভালুকায় নিখোঁজের সাতদিন পর আকরাম হোসেন (৩৬) নামে এক কৃষকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। গতকাল শুক্রবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার মামারিশপুর নিজ বাড়ির পাশে একটি সবজি ক্ষেত থেকে অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। আকরাম হোসেন ওই গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আকরাম হোসেন গত ১৯ জুলাই রাত ১০ টার সময় তার স্ত্রীকে প্রেসার মাপার কথা বলে ব্যবহৃত মোবাইলটি রেখে বাড়ি থেকে বের হয়। বাড়ির পাশে ওমর মুন্সীর দোকানে প্রেসার মাপার কথা ছিলো। কিন্তু তিনি রাতে আর বাড়ি যাননি। পরে অনেক খোঁজাখুজির পর তাকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরী করা হয়। গতকাল শুক্রবার দুপুরে চারদিকে লাশটির দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন তা টের পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ নিহতের বাড়ির পাশে একটি সবজি ক্ষেত থেকে আকরাম হোসেনের অর্ধগলিত লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com