প্রকাশিত হয়েছেঃ জুলাই ২৫, ২০২৫ সময়ঃ ৭:২৬ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ঢাকায় জাতিসঙ্ঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের চুক্তির প্রতিবাদে ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গফরগাঁও উপজেলা শাখা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার (২৫ জুলাই) দুপুরে গফরগাঁও রেলওয়ে ষ্টেশন চত্বরে অনুষ্ঠিত জমিয়তের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জমিয়তের সহ-সভাপতি, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মাহমুদুল হাসান সালমানী এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাসিক মদীনার সম্পাদক আহমদ বদরুদ্দীন খান ও ইসলামী আন্দোলন বাংলাদেশ গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মাওলানা জয়নুল আবেদীন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মুফতি আহসান উল্লাহ কাসেমীর সভাপতিত্বে ও যুব জমিয়তে গফরগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আতিকুর রহমানের পরিচালনা প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গফরগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মুঈনুদ্দিন আল হাবিব, সহ- সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন আসাদী, সাংগঠনিক সম্পাদক মুফতি জহিরুল ইসলাম উসমানী,
অর্থ সম্পাদক হাফেজ তাফাজ্জল হোসেন, প্রচার সম্পাদক মুফতি মাওলানা মাসুদুর রহমান উসমানী, যুব জমিয়তে গফরগাঁও উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হাফেজ আব্দুস সামাদ, খেলাফত যুব মজলিস গফরগাঁও উপজেলা শাখার সভাপতি ওবায়দুল্লাহ উদয়পুরী প্রমূখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা ঢাকায় জাতিসঙ্ঘ মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের তীব্র প্রতিবাদ জানান এবং এর অন্যথায় বৃহত্তর আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করার হুঁশিয়ারি উচ্চারণ করেন। তারা অভিযোগ করেন যে, এই কার্যালয়টি দেশ ও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র বাস্তবায়নের একটি ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতে পারে।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার প্রাঙ্গণে এসে শেষ হয়।
এ সময় তৌহিদী জনতা স্বতঃস্ফূর্তভাবে মিছিলে অংশ নিয়ে জিহাদী স্লোগান দেন।
পরে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাহমুদুল হাসান সালমানী।
####