প্রকাশিত হয়েছেঃ জুলাই ২৩, ২০২৫ সময়ঃ ৫:৪২ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে গত মঙ্গলবার উপজেলার পাঁচবাগ ইউনিয়নে সন্ত্রাস বিরোধী মোটরসাইকেল শো-ডাউন মিছিল করেছেন উপজেলার পাগলা থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং সন্ত্রাস বিরোধী শ্লোগান দেন।
ময়মনসিংহ (দক্ষিণ) জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, বর্তমানে সদস্য ও পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম- আহবায়ক এবং ময়মনসিংহ -১০ (গফরগাঁও-পাগলা) আসনের মনোনয়ন প্রত্যাশি, মানবিক নেতা এ্যাডভোকেট আল ফাতাহ্ খানের দিকনির্দেশনায় আয়োজিত সন্ত্রাস বিরোধী এই মোটরসাইকেল শো-ডাউন মিছিলে পাগলা থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচার বিরুদ্ধে এবং দেশব্যাপী হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। একইসঙ্গে গোপন একটি সংগঠনের মাধ্যমে সারাদেশে পরিকল্পিতভাবে ‘মব’ সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ জানানো হয়।
####

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com