প্রকাশিত হয়েছেঃ জুলাই ২৩, ২০২৫ সময়ঃ ১২:৫৭ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ে ভয়াবহ অগ্নিকান্ডে আজিজুল হক মেডিকেল হল নামে একটি ওষুধের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে টাকাসহ বিভিন্ন কোম্পানির প্রায় ১০ লাখ টাকার ওষুধ পুড়ে ভস্মিভূত হয়ে গেছে বলে দোকানের মালিক দাবি করেছেন।
ঘটনাটি ঘটেছে আজ বুধবার (২৩ জুলাই ) ভোর রাতে উপজেলার চরআলগী ইউনিয়নের কাঁচারীপাড়া বাজারে।

স্থানীয় ওষুধ ব্যবসায়ী মোঃ সোহাগ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ বুধবার ভোররাতে উপজেলার কাঁচারীপাড়া বাজারের অবস্থিত আজিজুল হক মেডিকেল হলে হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রথমে বাজারের পাশে মাদরাসা জনৈক হুজুর দোকানে আগুন দেখে স্থানীয় লোকজনকে ডাকাডাকি শুরু করে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ততক্ষনে ফার্মেসির দোকানসহ সমস্ত ওষুধ পুড়ে ছাই হয়ে যায়। এদিকে আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।
খবর পেয়ে গফরগাঁও ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই ফার্মেসির দোকান পুড়ে ছাই হয়ে যায়। গফরগাঁও থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। দোকানঘরটি বন্ধ থাকায় আগুনের সূত্রপাত কেউ বলতে পারছেন না।
গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে তারা রাত সাড়ে চারটায় ঘটনাস্থলে যান। অগ্নিকান্ডের সময় দোকানঘরটি বন্ধ ছিলো। আগুনের সূত্রপাত জানা যায়নি।
#####

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com