প্রকাশিত হয়েছেঃ জুলাই ২৩, ২০২৫ সময়ঃ ৮:৩৪ পূর্বাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রাঙ্গনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত ও হতাহতের ঘটনায় ময়মনসিংহের গফরগাঁওয়ে ইসলামী দ্বিনী প্রতিষ্ঠান ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসার পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মোঃ নুরুজ্জামান রানা।
গত মঙ্গলবার (২২ জুলাই) বাদ আসর রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে উপজেলার গফরগাঁও ইউনিয়নের ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসা জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় নিহতদের রূহের মাগফেরাত কামনার পাশাপাশি আহতের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি মোস্তাফিজুর রহমান (চরবহুলী) দা.বা.।
দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে মাদরাসায় শিক্ষক- শিক্ষিকা ও সকল ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।
এক শোক বার্তায় বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মোঃ নুরুজ্জামান রানা বলেন, ‘অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনায় বিমানে পাইলটসহ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারী নিহত ও হতাহতের ঘটনায় যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। পুরো জাতি এ দুর্ঘটনায় ভীষণ মর্মাহত। উক্ত মাদরাসার পক্ষে আমি নিহতদের রূহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সেই সাথে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আরো বলেন, ‘এই শোকের সময় আমরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজসহ সংশ্লিষ্ট সকলের পাশে আছি। মহান সৃষ্টিকর্তা যেন এই ভয়াবহ দুর্ঘটনার পুনরাবৃত্তি থেকে আমাদের রক্ষা করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য্য ধারনের তৌফিক দান করেন।’
#####

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com