প্রকাশিত হয়েছেঃ জুলাই ২২, ২০২৫ সময়ঃ ১০:৪৮ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে ময়মনসিংহের গফরগাঁও পৌর শাখা জামায়াতে ইসলামীর উদ্যোগে দলীয় কার্যালয়ে জামায়াতের নেতাকর্মীদের উপস্থিতিতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামীর গফরগাঁও পৌর শাখা
সভাপতি মাওলানা মোজাম্মেল হক শামীমের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি এবং ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইসমাইল হোসেন সোহেল মাষ্টার প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং সকলের কাছে নিহতদের জন্য দোয়া কামনা করেন। বক্তব্য রাখেন রফিকুল ইসলাম বিএসসি, মাওলানা আশরাফুল ইসলাম, মোঃ একলাস উদ্দিন, মোফাজ্জল আনসারী, মাহমুদুল হাসান, তানভীর আহমেদ খলিলসহ আরও অনেকেই প্রমূখ। এরপর উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। জামায়াতের নেতৃবৃন্দ এ সময় গভীর শোক প্রকাশ করেন।
####

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com