প্রকাশিত হয়েছেঃ জুলাই ২২, ২০২৫ সময়ঃ ৫:২০ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহতদের রুহের মাগফিরাত ও সুস্থতা কামনায় ময়মনসিংহের
গফরগাঁও উপজেলার দত্তেরবাজার ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের (স্কুল এন্ড কলেজ) উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে কলেজ হলরুমে সহকারী প্রধান শিক্ষক, প্রভাষক, অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতি হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং সকলের কাছে নিহতদের জন্য দোয়া কামনা করেন।
এরপর বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা রুহুল আমিন মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। বিদ্যালয়ের প্রভাষক, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ এ সময় গভীর শোক প্রকাশ করেন।
####