প্রকাশিত হয়েছেঃ জুলাই ২১, ২০২৫ সময়ঃ ৮:৫৯ অপরাহ্ণ

Spread the love
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।

ময়মনসিংহের ধোবাউড়ায় অভিযানে পিকআপভর্তি ভারতীয় মদসহ ১ জন মাদক কারবারি কে আটক করেছে থানা পুলিশ। আটককৃত মাদক করবারীর নাম আজিজুর রহমান হৃদয় (৩০)। আটক হওয়া আজিজুর গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার এরশাদনগর এলাকার হানিফ সওদাগরের ছেলে।

সোমবার (২১ জুলাই) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধোবাউড়া উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করে থানা পুলিশ।

ধোবাউড়া থানার ওসি আল মামুন সরকার বলেন, গোপন সূত্রে জানতে পারি, ধোবাউড়া দিয়ে ভারতীয় মদের বড় চালান যাবে।

সেই মোতাবেক আমি ও ওসি (তদন্ত)-সহ সব ফোর্স মাঠে নেমে যাই এবং ভোর ৫টার দিকে নতুন বাসস্ট্যান্ড এলাকায় পিকআপটি আটক করে তল্লাশি চালাই। সেখানে অভিনব কায়দায় বস্তায় রাখা ৭০টি আইচ ভটকা, ২৪টি মেঘডয়েল, ২২টি এসি ব্ল্যাকসহ মোট ১১৬ বোতল ভারতীয় মদসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।’

তিনি আরো বলেন, ‘এ বিষয়ে ধোবাউড়া থানায় মাদক আইনে একটি মামলা প্রক্রিয়াধীন। এ ঘটনায় আরো কারা জড়িত আমরা তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসব।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com