প্রকাশিত হয়েছেঃ জুলাই ২১, ২০২৫ সময়ঃ ৫:৫৩ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

দেশব্যাপী নৈরাজ্য, খুন, মসজিদের ইমামের উপর হামলা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশ্লীল বক্তব্যের প্রতিবাদে ময়মনসিংহে জেলার গফরগাঁওয়ে বিএনপি বিশাল বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছেন।

আজ সোমবার (২১ জুলাই) দুপুরে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক, বর্তমানে সদস্য ও পাগলা থানা বিএনপির সাবেক আহবায়ক ডাঃ মোফাখখারুল ইসলাম রানা’র নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক বিশাল সমাবেশে রূপ নেয়।

পরে প্রতিবাদ সমাবেশে ডাঃ মোফাখখারুল ইসলাম রানা বলেন, তারেক রহমান গণতন্ত্রের প্রতীক। ওনার নেতৃত্বে এদেশে প্রায় ১৭ বছর গণতন্ত্রের জন্য লড়াই হয়েছে। লড়াই করতে গিয়ে বিএনপির বহু নেতাকর্মী নিহত হয়েছেন, বহু নেতাকর্মী আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। তাই তারেক রহমানকে নিয়ে অশ্লীল বক্তব্য, কটূক্তি ও ষড়যন্ত্র কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তিনি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার জন্য নেতাকর্মীর ওপর আহ্বান জানান।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ মোঃ ইসহাকের সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সমাবেশে গফরগাঁও উপজেলা ও পাগলা থানা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
#####

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com