গফরগাঁওয়ে তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র-অপপ্রচারের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
প্রকাশিত হয়েছেঃ জুলাই ১৯, ২০২৫ সময়ঃ ১০:৫১ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচার এবং ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৯ জুলাই) বিকেলে গফরগাঁও পৌরশহরের ইমামবাড়ি ঈদগাহ মাঠ থেকে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মীর মোজাম্মেল হোসেন মনন ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাহবুবুল ইসলাম ইমন এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয় এবং এতে উপজেলা ও পৌর শাখার স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিলে আরো উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মো: সৈকত মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো: কামরুজ্জামান সোহেল, আসাদুল হক সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিজানুর রহমান দীপ্ত, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসবার বিভিন্ন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
মিছিল পূর্ব সমাবেশে নেতারা তাদের বক্তব্যে বলেন, একটি মহল দীর্ঘদিন ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য নানা ষড়যন্ত্র করা হচ্ছে, যা কোনোভাবেই দেশের গণতন্ত্র, স্বাধীন মত প্রকাশ এবং রাজনৈতিক ভারসাম্যের জন্য শুভ লক্ষণ নয়।
তারা আরো বলেন, প্রশাসনের নীরব ভূমিকার কারণে সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। তারা ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার নিন্দা জানিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য জনগণকে রাজপথে নামার আহ্বান জানান।
##