প্রকাশিত হয়েছেঃ জুলাই ১৯, ২০২৫ সময়ঃ ৮:১০ অপরাহ্ণ

Spread the love

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।

ময়মনসিংহের ভালুকায় মডেল থানা পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ী এবং একটি চোরাই মোটরসাইকেল সহ চোরা কারবারির এক সদস্যকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ধামশুর এলাকার মৃত আবু সাঈদের ছেলে হেরোইন ব্যবসায়ী উজ্জ্বল এবং পৌরসভার ৭নং ওয়ার্ড এলাকার মৃত খোরশেদ এর ছেলে গাঁজা ব্যবসায়ী রবি মিয়া ভুট্টো। এ সময় দুই মাদক ব্যবসয়ীদের কাছ থেকে প্রায় লাখ টাকা গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়েছে। এছাড়াও পৌরসভার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় ডিসকভার ১২৫ সিসি’র একটি চোরাই মটরসাইকেল সহ চোরা কারবারির সদস্য কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কোনাপাড়া গ্রামের মৃত সালেক এর ছেলে কাজল মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, শনিবার (১৯ জুলাই) দুপুরে নিয়মিত মামলা রুজু করে আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এবং মাদক, জুয়া এবং চুরি সহ বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ভালুকা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com