প্রকাশিত হয়েছেঃ জুলাই ১৯, ২০২৫ সময়ঃ ৩:৫৫ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) গফরগাঁও উপজেলা শাখার নেতৃবৃন্দ গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। এছাড়াও বিভিন্ন শ্রেণীর পেশা মানুষের সাথে মতবিনিময় করেন।
গত শুক্রবার দিনব্যাপী লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সংসদ সদস্য প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস. এম মোর্শেদ এর পক্ষে উপজেলার ১১নং লংগাইর ইউনিয়নের উটিয়া বাজার, কাজা বাজার, কোনা বাঁশঝাড় বাজার, হৈলাবের মোড়, টান লংগাইর বাজার, মাইজবাড়ি বাজার ও সতেরবাড়ি বাজারে এ কর্মসূচি পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ উমর ফারুক, কোষাধ্যক্ষ ও মাইনুল ইসলাম, প্রচার সম্পাদক মনির খাঁ, সহ দপ্তর সম্পাদক শামছুল হক মাষ্টারসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
######