প্রকাশিত হয়েছেঃ জুলাই ১৮, ২০২৫ সময়ঃ ৭:১৯ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় বিএনপি মনোনয়ন প্রত্যাশী, জিয়া ব্রিগেড কেন্দ্রীয় কমিটির সভাপতি, ময়মনসিংহ (দক্ষণ) জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, ব্যারিস্টার আবুল হোসেনের নেতৃত্বে দেশে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিকালে এই মিছিল মোহাম্মদীয়া হাসপাতালের সামনে থেকে শুরু পর ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হয়ে ভালুকা বাজার ঘুরে বাসস্ট্যান্ড স্মৃতিসৌধ পর্যন্ত মিছিলটি নিয়ে গিয়ে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- ব্যারিস্টার আলহাজ্ব মোহাম্মদ আবুল হোসেন।