প্রকাশিত হয়েছেঃ জুলাই ১৮, ২০২৫ সময়ঃ ৫:৪৯ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ইসলামিয়া সরকারি হাই স্কুলের চার সিনিয়র শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে বিদ্যালয় হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অবসরজনিত বিদায় সিনিয়র শিক্ষক শহিদুর রহমানসহ বাকি তিনজন শিক্ষক অন্য তিন প্রতিষ্ঠানে বদলি হয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শিব্বির আহাম্মদ এর সভাপতিত্বে আলোচনা সভা শেষে বিদায়ী চার শিক্ষকদের বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ও অভিভাবকদের পক্ষ হইতে সম্মাননা ক্রেষ্ট ও বিভিন্ন উপহার সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়।
এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক -শিক্ষিকা ও শত শত ছাত্র, অভিভাবক সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
###