প্রকাশিত হয়েছেঃ জুলাই ১৮, ২০২৫ সময়ঃ ১২:৪১ অপরাহ্ণ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।

ময়মনসিংহের ভালুকা উপজেলার বর্তা পশ্চিমপাড়া গ্রামে পুকুরে ডুবে মো. জাবেদ আহম্মেদ (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার চাচাতো ভাই মো. সাদিক আহম্মেদ (৭) আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে কয়েকজন শিশু একত্র হয়ে পুকুরে গোসল করতে নামে। কিন্তু জাবেদ ও সাদিক সাতার না জানায় পানিতে তলিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জাবেদকে মৃত ঘোষণা করেন এবং সাদিককে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মৃত জাবেদ আহম্মেদ বর্তা পশ্চিমপাড়া গ্রামের মো. নবী হোসেনের ছেলে এবং আহত সাদিক আহম্মেদ একই গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে।
মোট পড়া হয়েছে: ১৬