প্রকাশিত হয়েছেঃ জুলাই ১৭, ২০২৫ সময়ঃ ৬:০৮ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদ, ক্রেষ্ট ও পুরস্কার প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এসইডিপি প্রোগ্রামের আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও ময়মনসিংহ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহছিনা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আব্দুল্লাহ-আল- মামুন। বিশেষ অতিথি ছিলেন খায়রুল্লাহ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা খান ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা মোহতাছিম বিল্লাহ খান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, কান্দিপাড়া আলীমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মমতাজ উদ্দিন, কৃতি শিক্ষার্থী সাদিয়া আফরোজ ও আফসানা মিমি প্রমুখ।
অনুষ্ঠানে এসইডিপি প্রোগ্রামের পারফরমেন্স বেজড, গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিশনস প্রকল্পের আওতায় ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে ৩২ জন মেধাবী শিক্ষার্থীকে সনদ, ক্রেষ্ট ও পুরস্কার প্রদান করা হয়।
#