প্রকাশিত হয়েছেঃ জুন ১, ২০২৫ সময়ঃ ৭:৫৯ অপরাহ্ণ

Spread the love

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় পিলার দিয়ে বেস্টনী তৈরি করে একটি কোম্পানীর প্রায় তিন বিঘা জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার কাঠালী মল্লিকবাড়ি মোড় এলাকায়। এই ঘটনায় ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, ভালুকা উপজেলার কাঠালী মৌজার ২৬৮ নম্বর দাগে ২৯১৪ নম্বর দলিল মূলে (তারিখ-০৫,০৪,২০১৮ ইং) ৮৮৭ শতাংশ জমি ক্রয় করে বাটারফ্লাই কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক এমএ মান্নান নামে এক শিল্পপতি দীর্ঘদিন ধরে ভোগ দখলে ছিলেন। গত ৪/৫ দিন ধরে স্থানীয় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা আমান উল্লাহ খান মাখনের সহযোগী কামরুল ইসলাম ঢালী একদল লোক নিয়ে জোরপূর্বক পিলার দিয়ে বেস্টনী করে ওই জমির প্রায় ২ থেকে ৩ বিঘা জমি দখলের চেষ্টা চালায়। এমনকি ওই জমিতে দেড়শতাধিক কলাগাছ রোপন করেন।
এ ব্যাপারে অভিযুক্ত কামরুল ইসলাম ঢালী জানান, তারা কারো জমি দখন করেন নি, তারা তাদের নিজের সিমানায় পিলার পুতেছেন।
এ ঘটনায় কোম্পানীর পক্ষে মাহবুবুল আলম সিদ্দিকী দুলু বাদি হয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির জানান, ওই ঘটনায় দেয়া লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com