প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ২৮, ২০২৫ সময়ঃ ৭:০৭ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকায় (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় ঝুলন্ত অবস্থা থেকে মো. সজীব মিয়া (২৮) নামে এক মাছ ব্যবসায়ীর অর্ধঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ভালুকা মডেল থানা পুলিশ রোববার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের দিঘাইল্যারচালা নামক জঙ্গল থেকে ওই লাশ উদ্ধার করে। তিনি একই ইউনিয়নের মনোহরপুর গ্রামের উকিল মিয়ার ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের দিঘাইল্যারচালা নামক জঙ্গলে গলায় গামছা পেঁচানো অবস্থায় গাছের সাথে অর্ধঝুলন্ত অবস্থায় সজীব মিয়ার লাশ ঝুলতে দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঝুলন্ত অবস্থা থেকে লাশটি উদ্ধার করে।
লাশ উদ্ধারকারী ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের জানান, গাছে ঝুলন্ত অবস্থা থেকে মো. সজীব মিয়া নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।