প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ২৮, ২০২৫ সময়ঃ ৫:৪৮ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকায় (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও ভালুকা-মল্লিকবাড়ি সড়কের পাশ থেকে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা এবং অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়েছে। গতকাল সোমবার (২৮ এপ্রিল) দুপুরের দিকে ভালুকা বাসস্ট্যান্ড ও পাঁচরাস্তার মোড় এলাকায় ওই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্যাহ আল মাহমুদের নেতৃত্বে গতকাল সোমবার দুপুরের দিকে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ওই অভিযান শুরু হয়ে স্থানীয় পাঁচরাস্তার মোড় পর্যন্ত গিয়ে শেষ হয়। উচ্ছেদ অভিযানে ময়মনসিংহের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মোফাখ্খারুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের এসও মাইনুদ্দিনসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্যাহ আল মাহমুদ জানান, ভালুকা বাসস্ট্যান্ড ও পাঁচরাস্তা মোড় এলাকায় পথচারীদের চলাচলে সুবিধার জন্য অবৈধভাবে গড়ে উঠা সকল স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পরবর্তিতে যদি কেউ পূণরায় এসব স্থাপনা গড়ে তুলেন তবে, তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে। এমনকি জনস্বার্থে এই অভিযান আগামী ঈদ পর্যন্ত চলমান থাকবে।
মোট পড়া হয়েছে: ২০