প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ২৫, ২০২৫ সময়ঃ ৫:৪৯ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, বৈষম্য বিরোধি ছাত্র আন্দালনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ডাক্তার মো: জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক এমপি মেজর (অব:) এমএ আব্দুল হামিদ। অ্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, বিমানবাহিনির গ্রুপ ক্যাপ্টেন (অব:) খালেদ হোসাইন, অনুষ্ঠানে নেতৃত্দানকারী সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম, এডভোকেট গোলাম কিবরিয়া উজ্জল ,কাদের সরকার,ভালুকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ও মোঃ আবু সাঈদ প্রমুখ।তাছড়া ময়মনসিংহ জেলার ও ভালুকা অনেক সমন্বয়ক উপস্থিত ছিলেন।