প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ২৪, ২০২৫ সময়ঃ ৭:১৫ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে হালিমা খাতুন (২০) নামে এক গৃহবধূর লাশ বাবার বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার বাড়া গ্রাম থেকে এই লাশ উদ্ধার করা হয়।
নিহতের স্বজন ও থানা সূত্রে জানা যায়, বারবাড়িয়া ইউনিয়নের বাড়া গ্রামের সিরু মিয়ার কন্যা হালিমা খাতুনের (২০) সাথে চরআলগী ইউনিয়নের চর কামারিয়া ভাটি পাড়া গ্রামের নুরুল হকের ছেলে শরিফুল ইসলামের (২৩) প্রায় দুই বছর আগে বিয়ে হয়। ইতিমধ্যে এই দম্পতির ঘরে আট মাস বয়সের এক কন্যা সন্তানের জন্ম হয়েছে। শরিফুল ইসলাম কুয়েত থাকে। তিন/চার মাস পূর্বে ছুটিতে দেশে আসে। গত ঈদে স্ত্রীকে স্বশুর বাড়িতে রেখে পুনরায় কুয়েত চলে যায়। এরপর থেকে হালিমা খাতুন কন্যা সন্তান নিয়ে বাড়া গ্রামে বাবার বাড়িতে বসবাস করছিলেন। গত বুধবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে হালিমা মোবাইল ফোনে স্বামীর সাথে কথা বলার আধা ঘণ্টা পর বসত ঘরের বারান্দায় গলায় ওড়না বেঁধে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। পরিবারের লোকজন খোঁজ পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় নিহতের ভাই জহিরুল ইসলাম গফরগাঁও থানাকে লিখিত ভাবে জানান।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।
#####