প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ২৪, ২০২৫ সময়ঃ ৭:১০ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
কেন্দ্রীয় ছাত্রদলের নিদের্শনা অনুযায়ী চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় প্রচন্ড গরমে পরীক্ষাথীদের কষ্ট লাঘবে ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছে ছাত্রদল ।
গত মঙ্গলবার সকালে গফরগাঁও ইসলামিয়া সরকারি হাইস্কুল কেন্দ্রের সামনে এই মানবিক কর্মসুচি পরিচালিত হয়েছে । এসময় ৫ শতাধিক পরীক্ষাথীদের হাতে পৌঁছে দেন বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন ।
চরআলগী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাকির হোসাইনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন চরআলগী ইউনিয়ন ছাত্রদল সহ সভাপতি হিমেল মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য রোকন উদ্দিন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকরাম খান, গফরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রদল নেতা মাহিদুল ইসলাম প্রমুখ।
ছাত্রদল নেতা জাকির হোসাইন জানান, ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ডাঃ মোফাখখারুল ইসলাম রানা ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের নির্দেশনায় চলমান এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে ।
####