প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ২৪, ২০২৫ সময়ঃ ৪:১৪ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।
ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় ৩ টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
বুধবার (২৩ এপ্রিল) সকাল ৯ টা থেকে বেলা ৫ টা পর্যন্ত জেলা পরিবেশ অধিদপ্তর এর উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
এসময় মোবাইল কোর্টে ৩টি ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৬ লক্ষ টাকা করে সর্বমাট ১৮ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়সহ ৩টি ইটভাটার কিলন আংশিক ভেঙ্গে ফেলা, ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে ইটভাটার চোলা নিভিয়ে দেয়া এবং উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির সহায়তায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল ইসলাম ও রুকন মিয়া। মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের এনফোর্সমেন্ট টিমের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। মোবাইল কোর্টে সেনাবাহিনীর সদস্যবৃন্দ, হালুয়াঘাট উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যবৃন্দ এবং জেলা পুলিশ লাইন্স এর একদল পুলিশ সদস্যবৃন্দ সার্বিক সহায়তা করেন।
পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
মোট পড়া হয়েছে: ৪৯