প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ২৩, ২০২৫ সময়ঃ ৮:১৯ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম গত মঙ্গলবার দিনভর গফরগাঁও উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও কয়েকটি দপ্তর পরিদর্শন করেন। এ সময় তিনি পুর্বনির্ধারিত সুচী অনুযায়ী উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন, উদ্বোধনসহ ইউএনওর কার্যালয়, এ্যাসিল্যান্ড কার্যালয়, গফরগাঁও থানা, উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদের বিভিন্ন রেজিস্ট্রার পরিদর্শন করে সন্তোষ্টি প্রকাশ করেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, জনকল্যাণ নিশ্চিত করতে স্বচ্ছতা ও জবাবদিহিতার সহিত উপজেলার সকল কর্মকর্তাকে দায়িত্বশীল ভাবে কাজ করতে হবে। তবেই জনগনের জীবনমান উন্নয়ন সম্ভব।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সকল ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক মুফিদুল আলম। তিনি এসময় প্রশাসনিক কর্মকর্তাদের কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। দুপুরে সালটিয়া কাঁচা বাজারে কোভিড-19 প্রকল্পের আওতায় নির্মাণাধীন রাস্তা ও ড্রেনের কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুফিদুল আলম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক এন.এম. আব্দুল্লাহ-আল-মামুন, সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জামাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাকুরা নাম্নী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, গফরগাঁও থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম, পাগলা থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম প্রমুখ।
#####