প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ২৩, ২০২৫ সময়ঃ ২:১০ অপরাহ্ণ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় ছাত্রদলের দু’গ্রুপের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু’পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের ভালুকা সরকারী হাসপাতাল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে ভালুকা বাজার পাঁচরাস্তার মোড় এলাকায়।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, উপজেলা ছাত্রদল নেতা আদি খান শাকিল ও শেখ আশিকুল রহমানের সাথে সরকারী ডিগ্রি কলেজ শাখার সদস্য সচিব মাহিদুল ইসলাম মৃদুল ও রাফি উল্যাহ চৌধূরী গ্রুপের মাঝে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই জের হিসেবে মঙ্গলবার রাত ৯ টার সময় আদি খান শাকিলের কর্মী শেখ আশিকুল রহমান ভালুকা বাজার ন্যাশনাল ব্যাংকের সামনে আসলে রাফি উল্যাহ চৌধূরী ও মাহিদুল ইসলাম মৃদুলের লোকজন তাকে মারধর করে। পরে এ ঘটনাকে কেন্দ্র দু’গ্রæপের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শাকিল খান গ্রæপের শেখ আশিকুর রহমান ও রাকিব নামে দুইজন ছাত্রদল কর্মী ও মৃদুল গ্রæপের মৃদুল, রিশাদ, আল আমীন, আকিব, শাহাদত, সিফাদ, রুমান ও মোশারফ আহত হন। আহতদের ভালুকা সরকারী হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় আশিককে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন। ঘটনার পর থেকে দু’পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।
এ ব্যাপারে আদি খান শাকিল জানান, উপজেলার মল্লিকবাড়ি বাজারে বৈশাখী মেলায় ম্যাজিক নৌকায় আগে উঠাকে কেন্দ্র করে মৃদুল ও রাফিউল্যাহর লোকজন আশিককে মারধর করে। ওই ঘটনার জের হিসেবে মঙ্গালবার রাতে আশিক বাজারে গেলে মৃদুল ও রাফি গ্রæপের লোকজন মারপিট করে। এসময় বাধাঁ দিতে গিয়ে রাকিব নামে আরেকজনকে মারধর করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে বলে তিনি জানান।
একই ঘটনা উল্লেখ করে মাহিদুল ইসলাম মৃদুল জানান, ওই ঘটনর জের ধরে শাকিল খানের লোকজন তাদের উপর হামলা করে তাকেসহ তাদের ৮ ছাত্রদলকর্মীকে আহত করা হয়েছে। থানায় তারাও অভিযোগ করবেন বলে জানান।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক পক্ষের অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।