প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ২২, ২০২৫ সময়ঃ ৯:২২ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে আমেনা আক্তার (৩৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল ) সকালে উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রাম থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, তিন সন্তানের জননী আমেনা আক্তার গত এক মাস ধরে অসুস্থ অবস্থায় বাবার বাড়িতে বসবাস করছিলেন।
নিহত আমেনা আক্তার উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের মেয়ে। প্রায় ২০ বছর আগে পাশ্ববর্তী ভালুকা উপজেলার ধলিয়া গ্রামের শাহজাহান মিয়ার সাথে তার বিয়ে হয়। এই দম্পতির সংসারে সুমাইয়া (১৭), রিমা (৮) ও তারিফ (৫) না‌মে ৩ সন্তান রয়েছে।

নিহতের বড় ভাই মো. মোস্তফা বলেন, ‘আমার বোন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় একমাস আগে তাকে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে নিয়ে আসা হয়।
প্রতিদিনের মতো খাওয়া দাওয়া শেষ করে সে মা বেগমের সাথে ঘুমাতে যায়। মঙ্গলবার ভোর রাত অনুমান সাড়ে পাঁচটায় দিকে বিছানায় পাশে মেয়েকে না পেয়ে মা তার পুত্রবধূ ডলিকে ডেকে নিয়ে মেয়েকে খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে বসত ঘরের পাশে একটি পিয়ারা গাছের ডালের সা‌থে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেয়েকে ঝুলন্ত দেখ‌তে পে‌য়ে তারা চিৎকার দি‌লে পরিবারের লোকজন সহ এলাকার লোকজন ছুটে আ‌সেন।
খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং বিধি মোতাবেক সুরতহাল প্রতিবেদনসহ সকল কার্যক্রম সম্পন্ন করে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ‘গৃহবধূর পরিবারের দাবি তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
#####

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com