প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ২২, ২০২৫ সময়ঃ ৫:২৬ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনীয়া বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মিছিলে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকার শত শত মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি বিরুনীয়া বাজারের গরুর হাট এলাকা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বিরুনিয়া বাজার দারুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দীন সরকার, বিরুনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, নিহত পারভেজের বাবা জসিম উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।