প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ২১, ২০২৫ সময়ঃ ৭:৫২ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় মৃত মানুষের মাথার খুলিসহ মৃতদেহের কমপক্ষে ৫০টি হাড়ের টুকরা জব্দ করা হয়েছে। ভালুকার ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ গত রোববার (২০ এপ্রিল) রাতে উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন সোনার বাংলা স্কুল এন্ড কলেজ গেটের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী একটি বাস থেকে ওই খুলি, হাড় জব্দ করে। একই সময় পুলিশ ওই বাসটিও (ময়মনসিংহ-ব-১১-০১৫০) আটক করে। ওই ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, ময়মনসিংহ কোতয়ালী চড় কালিবাড়ীর ইদু মিয়ার ছেলে মো. সাইফুল (৪৫), সুতিয়াখালীর কোতাব আলী ছেলে মো. ফারুক হোসেন ওরফে শাহিন (৪৮), শেরপুর শ্রীবর্দীর মাটিয়াকুড়া গ্রামের আ. খালেকের ছেলে মো. আলমগীর হোসেন (২৪)।
থানা সূত্রে জানা যায়, গত রোববার (২০ এপ্রির) ঘটনার রাতে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর বাজার এলাকায় সোনার বাংলা ইউনিয়ন স্কুল এন্ড কলেজ গেটের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামীলেনে চেকপোষ্ট বসিয়ে দায়িত্ব পালন করছিলো ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ। ওই সময় তারা অন্যান্য গাড়ির পাশাপাশি ঢাকাগামী একটি বাসটি (ময়মনসিংহ-ব-১১-০১৫০) থামিয়ে তল্লাশী করেন। ওই সময় বাসের বক্সে থাকা একটি সাদা-কালো রংয়ের ট্রাভেল ব্যাগ দেখে পুলিশের সন্দেহ হয়। পরে ওই ব্যাগে তল্লাশী চালিয়ে মৃত মানুষের মাথার খুলি ও মৃত দেহের হাড়ের টুকরা জব্দ করে। পরে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশের এস আই বাদি হয়ে ভালুকা মডেল থানায় অভিযোগ করেন।
ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আমিনুল ইসলাম জানান, ওই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

