প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ২০, ২০২৫ সময়ঃ ৬:৪৮ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
বেসরকারি প্রাইম এশিয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচারের দাবিতে ময়মনসিংহের ভালুকায় আধাঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ভালুকা উপজেলা ছাত্রদল। প্রশাসনের পক্ষ থেকে সু-বিচারের আশ্বাস দিলে, আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতারের আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয় ছাত্রদলের নেতাকর্মীরা।
জানা যায়, ২০ এপ্রিল (রবিবার) দুপুরে ভালুকা বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে পুনরায় ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় এসে আধাঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় মহাসড়কে কয়েক কিলোমিটার জুড়ে যানযটের সৃষ্টি হয়। খবর পেয়ে মডেল থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ হস্তক্ষেপে অবরোধ তুলে নেন ছাত্রদলের নেতাকর্মীরা।
বিক্ষোভকারী ছাত্রদল নেতারা বলেন, প্রাইম এশিয়ান বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে নিজ ক্যাম্পাসে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। ভালুকা ছাত্রদলের পক্ষ থেকে এই হত্যার সাথে জরিতদেরকে দ্রæত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবী জানান। এ সময় উপস্থিত ছিলেন, ভালুকা সরকারি কলেজ ছাত্রদল আহবায়ক আলী রাজ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, বিরুনিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম শরিফ, ছাত্রদল নেতা জন সরকার , রাজন , দোক্তার জামান সাব্বির প্রমূখ।
ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক সেখানে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীদেরকে মহাসড়ক থেকে সড়িয়ে দেয়া হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়। নিহত জাহিদুল ইসলাম পারভেজ প্রাইম এশিয়ান বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের শিক্ষার্থী। পারভেজ ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কাইচান পাঠকবাড়ি গ্রামের প্রবাসী জসিম উদ্দিনের ছেলে।

বেসরকারি প্রাইম এশিয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচারের দাবিতে ময়মনসিংহের ভালুকায় আধাঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ভালুকা উপজেলা ছাত্রদল। প্রশাসনের পক্ষ থেকে সু-বিচারের আশ্বাস দিলে, আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতারের আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয় ছাত্রদলের নেতাকর্মীরা।
জানা যায়, ২০ এপ্রিল (রবিবার) দুপুরে ভালুকা বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে পুনরায় ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় এসে আধাঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় মহাসড়কে কয়েক কিলোমিটার জুড়ে যানযটের সৃষ্টি হয়। খবর পেয়ে মডেল থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ হস্তক্ষেপে অবরোধ তুলে নেন ছাত্রদলের নেতাকর্মীরা।
বিক্ষোভকারী ছাত্রদল নেতারা বলেন, প্রাইম এশিয়ান বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে নিজ ক্যাম্পাসে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। ভালুকা ছাত্রদলের পক্ষ থেকে এই হত্যার সাথে জরিতদেরকে দ্রæত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবী জানান। এ সময় উপস্থিত ছিলেন, ভালুকা সরকারি কলেজ ছাত্রদল আহবায়ক আলী রাজ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, বিরুনিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম শরিফ, ছাত্রদল নেতা জন সরকার , রাজন , দোক্তার জামান সাব্বির প্রমূখ।
ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক সেখানে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীদেরকে মহাসড়ক থেকে সড়িয়ে দেয়া হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়। নিহত জাহিদুল ইসলাম পারভেজ প্রাইম এশিয়ান বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের শিক্ষার্থী। পারভেজ ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কাইচান পাঠকবাড়ি গ্রামের প্রবাসী জসিম উদ্দিনের ছেলে।
মোট পড়া হয়েছে: ২০
সর্বশেষ খবর
- গফরগাঁওয়ে অক্সফোর্ড একাডেমির বৃক্ষমেলা ও ফ্রী মেডিকেল ক্যাম্প
- মৌলভীবাজারের কুলাউড়ায় ২৭ কোটি টাকার বালু জব্দ করলো প্রশাসন – কয়েক কোটি টাকার বালু হরিলুট
- গফরগাঁওয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ষাড়/বকনা বাছুর ও উপকরণ বিতরণ
- গফরগাঁওয়ে চরআলগীর স্বেচ্ছাসেবকদল নেতা মামুন বেপারীর ইন্তেকাল
- ভালুকায় ৮ বছরের শিশুর লাশ উদ্ধার