প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ১৬, ২০২৫ সময়ঃ ৩:৪৬ অপরাহ্ণ

Spread the love

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা।।
ময়মনসিংহের ভালুকা উপজেলা কাচিনা ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক মো. শাহিন মন্ডলের (২৬) বিরুদ্ধে অস্ত্র প্রদর্শন করে চাঁদা দাবী ও লুটের অভিযোগ উঠেছে। তিনি বাটাজোর গ্রামের মো. শামছুল হক মন্ডলের ছেলে। ডাকাতিয়া ইউনিয়নের চাঁনপুর গ্রামে অবস্থিত তিতাস কোম্পানী নামক এ্যাগ্রো প্রজেক্টের কেয়ারটেকার মো. চান্দু মিয়া গত মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে ডাকাতিয়ার চাঁনপুর সিপির মোড়ে সংবাদ সম্মেলন করে ওই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, ডাকাতিয়া ইউনিয়নে চাঁনপুর গ্রামে প্রায় ১৮ বিঘা জমি উপর ‘তিতাস কোম্পানী’ নামে এ্যাগ্রো একটি প্রজেক্ট রয়েছে। গত ৯ এপ্রিল দুপুরে উপজেলা কাচিনা ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক মো. শাহিন মন্ডলের নেতৃত্বে অন্যান্যরা দেশীয় অস্ত্র নিয়ে ওই খামারে গিয়ে বিনা অনুমতিতে মাছ ধরতে শুরু করেন। ওই সময় বাঁধা দেয়ায় মাহিন মন্ডল কেয়ারটেকার চান্দু মিয়ার কাছে দশ লাখ টাকা চাঁদা দাবী করেন এবং ওই খামার চালাতে হলে মালিককে বাৎসরিক দশ লাখ করে টাকা দিতে হবে বলে জানান। ওই সময় তিনি (চান্দু) টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তারা তাকেসহ দুইজনকে মারপিট ও খামারের গাছের চারার ক্ষতি ও অফিস ভাংচুর এবং অফিসে থাকা দেড় লাখ টাকা লুটে নিয়ে যায়। একই সময় তারা দাবীকৃত চাঁদার টাকা না দিলে খুন জখমের হুমকী দিয়ে খামারের কোন কাজকর্ম পরিচালনা করতে দেবে না বলে ঘোষণা দিয়ে একটি ভেকুর চাবি নিয়ে যায়। ওই ঘটনায় তিনি ভালুকা মডেল থানায় অভিযোগ করেছেন। অভিযোগে মো. সাহিন মন্ডল ছাড়াও মো. রনি মন্ডল (২৪), মোজাম্মেল (৪০) ও মো. মামুন মিয়াসহ (২৮) অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামী করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ওই একই খামারের শ্রমিক আবদুল বাছেদ বলেন, ‘শাহীন মন্ডল সেদিন খামার থেকে ৫টি হাঁস দাবি করে এবং তার সাথে থাকা পিস্তল দিয়ে গুলি করার করবে বলে ভয় দেখায়। এই সময় সে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।
ডাকাতিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ছফির উদ্দিন, একই ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক জাহিদ হাসান, যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন, জেলা মৎস্যজীবি দলের সদস্য শহিদ আহাম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রনি আহাম্মেদ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ওই সময় উপস্থিত ছিলেন।
শাহিন মন্ডল জানান, তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অসত্য। তবে ওই খামারের ভিতরে তাদের জমি আছে বলে তিনি দাবি করেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com