প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ১১, ২০২৫ সময়ঃ ৭:০৫ অপরাহ্ণ

Spread the love

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় বনবিভাগের অংশিদাত্বিমূলক বাগান থেকে রাতে আঁধারে তিন বছর বয়সী প্রায় সাড়ে তিন’শ আকাশমনি গাছের চারা কেটে নিয়ে গেছে এক প্রভাবশালী। ঘটনাটি উপজেলার উথুরা রেঞ্জের আওতায় আঙ্গারগাড়া গ্রামে। এ ঘটনায় আইনী ব্যবস্থা নেয়া হয়েছে বলে বনবিভাগের দাবি।
সরেজমিন ঘটনাস্থলে গিয়ে বনবিভাগ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার উথুরা বিটের আওতায় আঙ্গারগাড়া মৌজার সিএস ১২৬ নম্বর দাগে স্থানীয় প্রভবাশালী ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ধনু তালুকদারের কাছ থেকে বনভূমি উদ্ধার করে ২০২২-২৩ অর্থ বছরে আকাশমনি গাছের চারা রোপন করা হয়। চারাগুলো ইতোমধ্যে বেশ বড় হতে শুরু করেছে। এদিকে অনেকদিন ধরেই জমি পূণরায় দখলের উদ্দেশ্যে চারাগুলো কাটার পাঁয়তারা করে আসছিলো। এরই ধারাবাহিকতায় গত কয়েকদিনে রতের আঁধারে প্রায় সড়ে তিন’শ আকাশমনি গাছের চারা কেটে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় একাধিক বক্তি নাম প্রকাশ না করার সর্তে জানান, বেশ কয়েক বছর আগে বনবিভাগ বনভূমি জবরদখলকারী বিএনপি নেতা ও প্রভাবশালী ধনু তালুকদারের কাছ থেকে তিন একর জমি উদ্ধার করে প্রায় ৭/৮ শতাধিক আকাশমনি গাছের চারা রোপন করেছিলো। কিন্তু রাতের আঁধারে জমিটি পূণরায় দখলের উদ্দেশ্যে তিন বছর বয়সি চারাগুলো কেটে নিয়ে যায়।
এ ব্যাপারে অভিযুক্ত ধনু তালুকদার গাছের কেটে নেয়ার কথা অস্বীকার করে বলেন, গত রমজানের আগে ওই প্লট থেকে রাতের আঁধারে গাছের চারা কেটে নেয়ার সময় ঘোড়ার গাড়িসহ এক ব্যক্তিকে আটক করে বনবিভাগের কাছে সোপর্দ করা হলেও অজ্ঞাত কারণে গাড়িটি জব্দ করে লোকটিকে ছেড়ে দেয়া হয়। তার ও কলেজ পড়ূয়া ছেলের বিরুদ্ধে যদি বনবিভাগ মামলা করে থাকে তবে তা খুবই দু:খ্যজনক।
উথুরা রেঞ্জের আঙ্গারগাড়া বিট অফিসার মাজহারুল ইসলাম জানান, আঙ্গারগাড়া মৌজার ১২৬ নম্বর দাগে স্থানীয় ধনু তালুকদারের কাছ থেকে বনভূমি উদ্ধার করে ২০২২-২৩ অর্থ বছরে অংশিদারিত্বমূলক আকাশমনি গাছের চারাগুলো রোপন করা হয়। কিন্তু রাতের আঁধারে জমিটি পূণরুদ্ধারের জন্য গাছের চারাগুলো কেটে নিয়ে গেছেন। এ ঘটনায় ধুন তালুকদার ও তাছে ছেলে নোমানকে আসামী করে বন আইনে মামলা দেয়া হয়েছে। তিনি আরো বলেন, আসন্ন বর্ষায় উদ্ধারকৃত ভূমিতে পূণরায় গাছের চারা লাগানো হবে।
উথুরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আ.ছ.ম রেদুয়ানুল হক জানান, গাছের চারাা কেটে নেয়ার ঘটনাটি একাধিকবার তদন্ত করে স্থানীয় ধনু তালুকদারের সংশ্লিষ্টতা পাওয়া যাওয়ায় তার ও তার ছেলের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com