প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ১১, ২০২৫ সময়ঃ ৪:০৯ অপরাহ্ণ

Spread the love

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের প্রতিবাদে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজের পর ইমাম উলামা পরিষদ ভালুকা ও উপজেলার সিডষ্টোর সর্বস্ত্ররের তৌহদি জনতার বাজারে উদ্যোগে ও এ কর্মসূচির আয়োজন করা হয়।
একটি বিক্ষোভ মিছিল ভালুকা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড স্মৃতিসৌধ চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম, আলেম, শিক্ষক, শিক্ষার্থী, সাধারণ মুসল্লি ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, “ইসরায়েল দিনের পর দিন ফিলিস্তিনের শিশু, নারী ও সাধারণ মানুষদের ওপর যেভাবে নির্বিচারে বোমা বর্ষণ করে হত্যাযজ্ঞ চালাচ্ছে, তা মানবতা ও সভ্যতার জন্য কলঙ্ক।” তারা অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
বক্তারা মুসলিম বিশ্বকে একযোগে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, “এটা শুধু একটি অঞ্চলের সমস্যা নয়, বরং গোটা মানবজাতির অস্তিত্বের প্রশ্ন।” একইসঙ্গে তারা মুসলিম দেশগুলোকে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান এবং মুসলমানদের মাঝে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বিক্ষোভে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাছাড়া সিডষ্টোর বাসস্ট্যান্ড জামে মসজিদের মসল্লিরা নামাজের পর বিশাল বিক্ষোভ মিছিল বের করেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com