প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ৯, ২০২৫ সময়ঃ ৭:৪৭ অপরাহ্ণ

Spread the love

ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহের ত্রিশালে ঢাকাগামী একটি যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে বিভিন্ন ব্যান্ডের ভারতীয় ৬৩ বোতল মদ জব্দ করেছে পুলিশ। এ সময় বাসের চালকসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, গাড়ীর ড্রাইভার কাঞ্চন মিয়া (২৭), সুপারভাইজার ইয়াসিন আরাফাত (২২) ও হেলপার রিফাত মিয়া বাবু।

বুধবার(৯ এপ্রিল ) দুপুরে ত্রিশাল থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ এ তথ্য জানান।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে নেত্রকোনার কলমাকান্দার লেঙ্গুগুরা হতে ঢাকাগামী মা মনি এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো ব ১৩-১০৬৬) বাসটি থামানো হয়। পরে বাসটি তল্লাশি করে বাসের ড্রাইভার, সুপারভাইজার ও হেলপারদের দেয়া তথ্যমতে বাসের পিছনের দিকে নিচে অতিরিক্ত চাকা রাখার জায়গায় সুকৌশলে তিনটি ছোট চটের বস্তার ভিতর বিভিন্ন ব্যান্ডের ভারতীয় ৬৩ বোতল মদ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, জব্দকৃত বাস, উদ্ধারকৃত ৬৩টি ভারতীয় মদের বোতল এবং ড্রাইভার কাঞ্চন মিয়া, সুপারভাইজার ইয়াসিন আরাফাত ও হেলপার রিফাত মিয়া বাবুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com