প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ৯, ২০২৫ সময়ঃ ২:২৬ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

গাজায় চলমান ইতিহাসের নৃশংসতম গণহত্যার প্রতিবাদে দেশব্যাপী ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে ময়মনসিংহের গফরগাঁওয়ে এডভোকেট শাহাবউদ্দিন কলেজ ও পাঁচবাগ ইসলামিয়া ফাজিল মাদরাসা শাখার ছাত্রদলসহ সাধারণ শিক্ষার্থীরা। এছাড়াও পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও পাঁচবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে।
কর্মসূচির অংশ হিসেবে কলেজ ও মাদ্রাসা শাখা ছাত্রদলের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজ মঙ্গলবার সকল ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিলে অংশ নেয়।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কলেজ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পাঁচবাগ বাজার হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌকা বাজার চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে কলেজ শাখার ছাত্রদলের সভাপতি সালমান হোসাইনের সভাপতিত্বে ও মাদরাসা শাখার সভাপতি মাজেদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পাগলা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মোজাহিদুল কবির (সেলিম), কলেজ শাখার ছাত্রদলের সহ- সভাপতি রামিম আহমেদ জীবন, সাধারণ সম্পাদক ফাহাদ মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাকরিম, সাংগঠনিক সম্পাদক জোনায়েদ আহমেদ বাপ্পি, ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান সিয়াম, ছাত্র বিষয়ক সম্পাদক জাহিদ হাসান, প্রচার সম্পাদক সাকের আহমেদ, দপ্তর সম্পাদক আশরাফুল আলম এবং মাদরাসা শাখার ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাব্বির হোসেন, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ সাকিব, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল তুষার ও সাংগঠনিক সম্পাদক সাগর মিয়া প্রমুখ।

কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, “ফিলিস্তিনে চলমান গণহত্যা নিছক কোনো যুদ্ধ নয়, এটি মানবতার বিরুদ্ধে এক নির্মম অপরাধ। ছাত্রদলের কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে আমরা আজ ক্লাস বর্জন করেছি। নিরীহ মানুষের রক্তপাতের বিরুদ্ধে নীরবতা মানেই সেই অপরাধে অংশগ্রহণ। তাই আমরা শিক্ষার্থীরা মানবতার পক্ষে সোচ্চার।”
শিক্ষার্থীরা আরও জানান, “ইসরায়েল গাজা ও রাফা সীমান্তে ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করছে। এটি মানবাধিকারের চরম লঙ্ঘন। অথচ পশ্চিমা বিশ্ব একদিকে মানবতার কথা বললেও, এই গণহত্যার বিরুদ্ধে নীরব দর্শকের ভূমিকা পালন করছে।”
উল্লেখ্য, এডভোকেট শাহাবউদ্দিন কলেজ,
পাঁচবাগ ইসলামিয়া ফাজিল মাদরাসা শাখা
ছাত্রদল ও শিক্ষার্থীরা অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা বন্ধের দাবি জানান। সেইসাথে বিশ্বজনমত গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।
#####

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com