প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ৯, ২০২৫ সময়ঃ ১২:০৭ পূর্বাহ্ণ

Spread the love

তারাকান্দা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা।

ময়মনসিংহের তারাকান্দায় কামারগাঁও ইউনিয়নের হরিয়াতলা গ্রামে অন্তঃস্বত্তা গৃহবধূকে ধর্ষণ চেষ্টার  দায়ে অভিযুক্ত ছাইদুল ইসলাম(২৭)কে গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যগণ এবং এলাকাবাসী।

৮ এপ্রিল(সোমবার)দুপুরে তারাকান্দা উপজেলা পরিষদ কার্য্যালয়ের সামনে রাস্তায় এই মানববন্ধন করেন তারা।

এ সময় মানববন্ধনে অংশ নিয়ে তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এবং কামারগাঁও ইউনিয়নের টিম লিডার আশাদুল হক মন্ডলসহ অন্যান্যরা অবিলম্বে অভিযুক্ত ছাইদুল ইসলামকে গ্রেফতার এবং তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

জানা গেছে,গত ৩ এপ্রিল(বৃহস্পতিবার) রাত ১ টার দিকে গৃহবধূর প্রতিবন্ধী স্বামী সেলিম মিয়া ঐ গৃহবধূকে ঘরে একা রেখে বাড়ীর পাশের দোকানে টিভিতে ছবি দেখতে যায়।এই সুযোগে প্রতিবেশী কাজিম উদ্দিনের পুত্র ছাইদুল ইসলাম সেলিম মিয়ার বসত ঘরে প্রবেশ করে ৮ মাসের অন্তঃস্বত্বা ঐ প্রতিবন্ধী গৃহবধূকে হাত-পা বেঁধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।এ সময় গৃহবধূ চিৎকার করলে বাড়ীর লোকজন এগিয়ে আসে।সবাই এগিয়ে আসলে অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায় ছাইদুল।সকালে ধ্বস্তাধ্বস্তিতে আহত গৃহবধূর জরায়ুমুখে রক্তপাত শুরু হলে ঐ গৃহবধূকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান স্বজনরা। ঘটনার পরদিন ভিকটিমের পিতা মো.শোখশেদ আলী আকন্দ তারাকান্দা থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে পলাতক রয়েছে ছাইদুল।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com