প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ৮, ২০২৫ সময়ঃ ৬:০৩ অপরাহ্ণ
জালালুর রহমান, মৌলভীবাজার।।
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বিমান হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজারের জুড়ীতে উপজেলার সর্বস্তরের তৌহিীদি জনতা। সোমবার (৭ এপ্রিল) বাদে আছর বিক্ষোভ মিছিলটি নিউ মার্কেট এলাকা হতে শুরু করে হাজার হাজার তৌহিদী জনতা জুড়ী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের নাইট চৌমহনায় এক বিশাল সভায় মিলিত হয়। সভায় জামাত নেতা লুৎফর রহমান আজাদীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জামায়াত ভারপ্রাপ্ত আমির মাওঃ আব্দুর রহমান, সহকারী অধ্যাপক মাওঃ আব্দুল কাদির, মাওঃ আজিম উদ্দিন, মাওঃ শামসুল ইসলাম, মাওঃ কামরুল ইসলাম প্রমূখ।