প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ৮, ২০২৫ সময়ঃ ৫:৪৪ অপরাহ্ণ

Spread the love

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় ট্রাক-মোটরসাইকল মুখোমুখি সংঘর্ষে মাহিম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৮এপ্রিল) বিকাল সোয়া ৩ টায় ভালুকার আঞ্চলিক সড়ক ভরাডোবা-ঘাটাইল সড়কের বান্দিয়া নামক স্থানে। নিহত মাহিম পাশর্^বর্তী ফুলবাড়িয়া উপজেলার কান্দানিয়া গ্রামের সফি মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ থেকে মুড়ি বোঝাই একটি ট্রাক (বগুড়া ভ-১১-১৮২৪) কিশোরগঞ্জ যাওয়ার পথে উপজেলা বান্দিয়া এলাকার নাফকো ফার্মা লিমিটেডের সামনে বিপরিত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মাহিম গুরুতর আহত হন। আহত মাহিমকে স্থানীয়রা উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভালুকা মডেল থানার এসআই সজীব জানান, ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় কবলিত ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com