প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ৭, ২০২৫ সময়ঃ ৯:৩৫ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহর গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়ন ইত্তেফাকুল উলামা ও গফরগাঁও উলামা সমিতির যৌথ উদ্যোগে বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতাল সমর্থনে ও ইসরায়েলী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
আজ সোমবার (৭ এপ্রিল) বিকেলে পাগলা থানা ইত্তেফাকুল উলামার সহ- সভাপতি মাওলানা আশিকুল্লাহ এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিলটি পাঁচবাগ চৌকা বাজার চত্বর থেকে বের হয়ে বিভিন্ন এলাকায় প্রদক্ষিন করে পুনরায় সেখানে এসে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আনোয়ারুল ইসলাম সোহাগ, মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা হাবিবুর রহমান, ওহাফেজ তাজুল ইসলাম, মাওলানা মোমেনুল ইসলাম, হাফেজ মনজুরুল ইসলাম, মাওলানা শফি আহমেদ, মাওলানা ইছহাক, পাগলা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাহিদুল কবির (সেলিম), নূরুল ইসলাম মাষ্টারসহ আরও অনেকেই।
সমাবেশে বক্তারা ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর ইসরায়েল কর্তৃক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সাথে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট হিসেবে প্রতিষ্ঠার লক্ষে সকল মুসলিম উম্মাহ ও রাষ্ট্রপ্রধানদের আহবান জানান এবং ভারতে নামাজরত সংখ্যালঘু মুসল্লিদের উপর নির্যাতন ও অধিকার হননের মাধ্যমে হত্যা যুলুমের নিন্দা জানান। এবং সকল মুসলমানদের জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আশিকুল্লাহ।
###