প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ২, ২০২৫ সময়ঃ ১০:৩৮ অপরাহ্ণ

Spread the love

ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহের মুক্তাগাছায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনার জেরে স্থানীয়রা অভিযুক্তের বাড়িঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে।

বুধবার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে অভিযুক্ত মো. দুলাল মিয়াকে স্থানীয় ল্যাংড়ার বাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার দুলাল উপজেলার নামা মহিষতারা গ্রামের মন্নেছ আলীর ছেলে।

এর আগে দুলালকে পালিয়ে যেতে সহায়তাকারী মজিদ মিয়ার বাড়িঘর ও দোকানেও আগুন দেয় স্থানীয়রা।

এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল জানান, ঈদের দিন ঘুরতে বের হয়ে শিশুটি নিখোঁজ হয়। পরদিন বাড়ি ফিরে সে ধর্ষণের কথা জানায়। এসময় পরিবারের সদস্যরা দুলালকে ধরতে গেলে স্থানীয় মজিদ কৌশলে দুলালকে পালিয়ে যেতে সাহায্য করেন। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা মজিদকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মজিদকে আটক করে।

পরদিন মঙ্গলবার রাতে ওই শিশুর ভাই বাদী হয়ে দুলাল ও মজিদসহ ছয়জনকে আসামি করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় মজিদকে গ্রেপ্তার দেখানো হয়।

ওসি জানান, গ্রেপ্তার মজিদকে আজ বিকেলে ময়মনসিংহের একটি আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুলালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com