প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ১, ২০২৫ সময়ঃ ১১:১৪ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার (০১ এপ্রিল) সকাল সাড়ে দশটায় গফরগাঁও পৌরশহরের জামতলা মোড় দলীয় কার্যালয়ে উপজেলা জামায়াতের আমীর ডাঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং মোফাজ্জল আনসারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ -১০ (গফরগাঁও – পাগলা) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী, গফরগাঁও উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাইল হোসেন সোহেল। বিশেষ অতিথি ছিলেন পাগলা থানা জামায়াতের আমীর মাওলানা এমদাদুল হক।
প্রধান অতিথি মাওলানা ইসমাইল হোসেন সোহেল বলেন, নয়া স্বাধীনতার পর এবারের ঈদ নতুন একটি আবহে উদযাপিত হয়েছে। দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগ মানুষের ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক অধিকার কেড়ে নিয়েছিল। আওয়ামী জুলুমের অবসানে যারা রক্ত দিয়েছে আমরা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং আহত পঙ্গুত্ববরণকারীদে জীবন্ত শহীদদের সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করছি।
তিনি আরও বলেন, দেশে আইনের শাসন কায়েম করা খুন,ধর্ষণ,চাঁদাবাজি এসব বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এছাড়াও আগামী নির্বাচনে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বিশেষ অতিথি মাওলানা এমদাদুল হক বলেন, কোন ষড়যন্ত্র জামায়াতের অগ্রযাত্রা থামাতে পারবেনা। জামায়াত তার অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে বাকী ১১ মাস আমাদেরকে সুন্দরভাবে চলতে হবে। তাকওয়াপূর্ণ সমাজ বিনির্মানে জামায়াত কর্মীদেরকে নিরলসভাবে কাজ করে যেতে হবে। মায়া-মমতা ও ভালোবাসা ভরা সমাজ কায়েমে দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য তিনি সংগঠনের কর্মীদের প্রতি আহ্বান জানান।
অন্যদের মাঝে উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আশরাফুল ইসলাম,
পাগলা থানা জামায়াতের সেক্রেটারী মাওলানা সিরাজুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি শামসুদ্দোহা মাসুম, ঢাকা ওয়ারী থানা জামায়াতের আমীর মোতাসিম বিল্লাহ, একুশে টিভি র সাংবাদিক আনায়ারুল কাইয়ুম কাজল সহ অনুষ্ঠিত পুনর্মিলনীতে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ গ্রহণ করেন।
####