প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ১৩, ২০২১ সময়ঃ ৯:০৮ অপরাহ্ণ

Spread the love

গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদকঃ
টঙ্গী বিসিক মিরাশপাড়া নদী বন্দর রোডে অবস্থিত মনটেজ ট্রেনিং এণ্ড সার্টিফিকেশন (বাংলাদেশ) এর পিকেএসএফ-সেইপ প্রজেক্টের প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষনার্থীদের কর্মসংস্থান বিষয়ক মতবিনিময় সভা সোমবার প্রতিষ্ঠানের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা। মনটেজ ও এখওয়ান গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ইআরসিপিএইচ এর উপ-পরিচালক মো. ফারুক আলম, পিকেএসএফ-সেইপ প্রজেক্টের ডেপুটি প্রজেক্ট কো-অর্ডিনেটর কাজী ফারজানা শারমিন, টঙ্গী বিসিক এর উপ-ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম, টঙ্গী বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি লায়ন মোহাম্মদ মহিউদ্দিন শেখ। শুরুতে প্রশিক্ষণ সম্পর্কিত তথ্যাদি তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য দেন, মনটেজ ট্রেনিং এণ্ড সার্টিফিকেশন (বাংলাদেশ) এর উপাধ্যক্ষ মো. আলাউদ্দিন আল মামুন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোক্তারা কর্মসংস্থান বিষয়ক উম্মুক্ত আলোচনা রাখেন। এছাড়া প্রতিষ্ঠানটির সফল শিক্ষার্থীরাও উম্মুক্ত আলোচনায় অংশ নেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, কারিগরি শিক্ষা ছাড়া উন্নতির উচ্চ শিখরে পৌছানো সম্ভব নয়। প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা বলেন, মনটেজ একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। তারা শিক্ষা দেন, প্রশিক্ষণ দেন, আবার কর্মসংস্থান তৈরি করে দেন। প্রত্যেক অভিভাবই শিক্ষা জীবন শেষে সন্তানের কর্মসংস্থানের নিশ্চিয়তা চান। মনটেজ অভিভাবকদের সেই প্রত্যাশার পুরোটাই পূরণ করছে।
মনটেজ ট্রেনিং এণ্ড সার্টিফিকেশন (বাংলাদেশ) এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ নূরুল আমিন বলেন, কারিগরি শিক্ষা ছাড়া উন্নতির উচ্চ শিখরে পৌছানো সম্ভব নয়। আত্মনির্ভরশীল হওয়ার জন্য আমরা দক্ষ জনবল তৈরি করছি। এখান থেকে দীক্ষা নিয়ে কর্মসংস্থান বা চাকরির ব্যবস্থা ছাড়াও উদ্যোক্তা হওয়ার সুযোগ রয়েছে।
#

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com