প্রকাশিত হয়েছেঃ মার্চ ১০, ২০২৫ সময়ঃ ৭:২২ অপরাহ্ণ

Spread the love

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিক-পুলিশের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া ও লাঠিচার্জের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় পুলিশ ও শ্রমিকসহ কমপক্ষে ৩৫-৪০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার (১০ মার্চ) দুপুরে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক ও পুলিশের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ওই ঘটনাটি ঘটে।
পুলিশ, শ্রমিক ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, এল স্কয়ার লিমিটেড নামের খারখানার শ্রমিকরা ৬ দফা দাবিতে গতকাল সোমবার (১০ মার্চ) দুপুর একটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে আসেন এবং বিক্ষোভ মিছিলসহ অবস্থান নেন। এতে, মাহসড়কের ওই স্থানে দীর্ঘ যানজট লেগে যায়। খবর পেয়ে শিল্প ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলেন। পরে, কারখানা কর্তৃপক্ষের বরাত দিয়ে শ্রমিকদের  ৫ দফা দাবি মেনে নেয়ার কথা জানায়। কিন্তু শ্রমিকরা মহাসড়কে অস্থান করতে থাকেন। একপর্যায়ে শ্রমিক-পুলিশের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে, পুলিশ লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে, শিল্প পুলিশের এসপি, এএসপিসহ ১৩ পুলিশ সদস্য এবং কমপক্ষে ৩০ শ্রমিক আহত হন।
শিল্প পুলিশের এসপি আবদুল্যাহ আল মাহমুদ জানান, এল স্কয়ার কারখানার শ্রমিকরা ছয় দফা দাবি নিয়ে মহাসড়কে নেমে ছিলো। কারখানা কর্তৃপক্ষ ৫ দফা দাবি মেনে নেয়। কিন্তু তাতে শ্রমিরা মহাসড়ক না ছেড়ে ইটপাটকেল ছুড়তে থাকে। পরে ১৫ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে তাদেরকে মহাসড়ক থেকে তাদেরকে সড়িয়ে দেয়া হয়। শ্রমিকদের নিক্ষিপ্ত ইটে তিনি ও এএসপিসহ তাদের ১৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com