প্রকাশিত হয়েছেঃ মার্চ ৯, ২০২৫ সময়ঃ ১:০১ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। গত শনিবার (৮মার্চ) সন্ধ্যা সাতটার দিকে ভালুকা পৌরসভার মল্লিকবাড়ি মোড় এবং গতকাল রোববার (০৯ মার্চ) সকাল সাতটার দিকে ভালুকা সরকারি কলেজ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওই দুর্ঘটনা দু’টি ঘটে। নিহতরা হলেন, উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের সাতেঙ্গা গ্রামের প্রবাসী সুরুজ মিয়ার একমাত্র ছেলে মাদরাসা ছাত্র উবায়দুল ইসলাম (২০) ও ত্রিশাল গুজিয়ামের মৃত ইয়াহিয়ার ছেলে রাজমিস্ত্রী আল আমিন (২৫)।
ভরাডুবা হাইওয়ে থানার পুলিশ সূত্রে জানা যায়, শনিরবার সন্ধ্যায় ঘটনার সময় ভালুকা বাজারের পাঁচরাস্তার মোড় থেকে তিনবন্ধুকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে উপজেলার কাঁঠালি নায়েবের বাজার এলাকায় যাচ্ছিলেন উবায়দুল ইসলাম। পথিমধ্যে পেছন দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে মোটরসাইকেল চালক উবায়দুল ইসলাম ঘটনাস্থলে প্রাণ হারান। এসময় সিজান ও ফাহাদসহ অজ্ঞাত আরেক বন্ধু আহত হন।
অপরদিকে, গতকাল সকালে ভালুকা সরকারি ডিগ্রি কলেজ এলাকায় মাহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী অজ্ঞাত গাড়ি চাপায় আল আমিন নিহত হন। আল আমীন নানার বাড়ি উপজেলার নারাঙ্গী গ্রামে মাকে নিয়ে বসবাস করে রাজমিস্ত্রির কাজ করে আসছিলেন।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, ভালুকায় পৃথক দুর্ঘটনায় নিহত দুইজনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। গত শনিবার (৮মার্চ) সন্ধ্যা সাতটার দিকে ভালুকা পৌরসভার মল্লিকবাড়ি মোড় এবং গতকাল রোববার (০৯ মার্চ) সকাল সাতটার দিকে ভালুকা সরকারি কলেজ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওই দুর্ঘটনা দু’টি ঘটে। নিহতরা হলেন, উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের সাতেঙ্গা গ্রামের প্রবাসী সুরুজ মিয়ার একমাত্র ছেলে মাদরাসা ছাত্র উবায়দুল ইসলাম (২০) ও ত্রিশাল গুজিয়ামের মৃত ইয়াহিয়ার ছেলে রাজমিস্ত্রী আল আমিন (২৫)।
ভরাডুবা হাইওয়ে থানার পুলিশ সূত্রে জানা যায়, শনিরবার সন্ধ্যায় ঘটনার সময় ভালুকা বাজারের পাঁচরাস্তার মোড় থেকে তিনবন্ধুকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে উপজেলার কাঁঠালি নায়েবের বাজার এলাকায় যাচ্ছিলেন উবায়দুল ইসলাম। পথিমধ্যে পেছন দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে মোটরসাইকেল চালক উবায়দুল ইসলাম ঘটনাস্থলে প্রাণ হারান। এসময় সিজান ও ফাহাদসহ অজ্ঞাত আরেক বন্ধু আহত হন।
অপরদিকে, গতকাল সকালে ভালুকা সরকারি ডিগ্রি কলেজ এলাকায় মাহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী অজ্ঞাত গাড়ি চাপায় আল আমিন নিহত হন। আল আমীন নানার বাড়ি উপজেলার নারাঙ্গী গ্রামে মাকে নিয়ে বসবাস করে রাজমিস্ত্রির কাজ করে আসছিলেন।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, ভালুকায় পৃথক দুর্ঘটনায় নিহত দুইজনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোট পড়া হয়েছে: ১২
সর্বশেষ খবর
- গফরগাঁওয়ে ৩১ দফা রুপরেখা বাস্তবায়নে বিএনপির মতবিনিময়, দোয়া ও ইফতার মাহফিল
- গফরগাঁওয়ে গণঅভ্যুত্থানে শহিদ ও আহত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
- গফরগাঁওয়ে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল ও আলোচনাসভা
- ভালুকায় বন বিভাগের জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
- জুড়ীতে মসজিদ মাদ্রাসা নির্মাণের জন্যে জমি দান করলেন সমাজ সেবক নূরুল ইসলাম