প্রকাশিত হয়েছেঃ মার্চ ৭, ২০২৫ সময়ঃ ৪:৫৪ অপরাহ্ণ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় জোড়পূর্বক মসজিদের জমির উপরদিয়ে সরকারী রাস্তা নেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার ধলিকুড়ি গ্রামে। এ ঘটনায় মসজিদ কমিটির পক্ষ থেকে নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের ধলিকুড়ি কেন্দ্রীয় জামে মসজিদটি ১৯ শতাংশ জমির উপর স্থাপন করা হয়েছে। পুরনো ওই মসজিদটির দক্ষিণপাশে ওজুখানা রয়েছে এবং তার পেছনের দু’টি পরিবারের জন্য পায়ে হাটার একটি রাস্তা ছিলো। সম্প্রতি মসজিদ কমিটির বাঁধা উপেক্ষা করে স্থানীয় ইউপি সদস্য মুনসুর আহম্মেদ জোড়পূর্বক সরকারীভাবে ইটের সলিং রাস্তা নেয়ার চেষ্টা করেন। পরে মসজিদ কমিটির পক্ষে বিষয়টি সুরাহার জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়।
সরেজমিন মসজিদ কমিটির সেক্রেটারী মো: ফজলুল হকের সাথে কথা হলে তিনি জানান, স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য তার ব্যক্তিগত দাপট দেখিয়ে সমাজটাকে দু’ভাবে বিভক্ত করে করে ৫০ গজ দূরে আরো একটি মসজিদ নির্মাণ করেন। এমনকি পুরনো মসজিদের জমির উপর দিয়ে সরকাারী রাস্তা নির্মাণের চেষ্টা করেন। রাস্তাটি হলে স্থান সংকুলান না হওয়ার কারণে তাদের মসজিদের ওজু খানা ও ইমাম মুয়াজ্জিমের থাকার জন্য ঘর নির্মাণ করা সম্ভব হবেনা।
স্থানীয়রা আরো অভিযোগ করেন, ওই ইউপি সদস্য জোড়পূর্বক মসজিদের জায়গাতেই রাস্তা করছেন না, তিনি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম করছেন। শুধুমাত্র দু’টি বাড়ির জন্য ইউনিয়ন পরিষদ থেকে ৮ লাখ টাকা বরাদ্দ নিয়ে ইউনিয়ন সচিবকে ম্যানেজ করে বরাদ্দের অর্ধেক টাকা আত্মসাতের পাঁয়তারা করজেন।
অভিযুক্ত ইউপি সদস্য মুনসুর আহমেদ জানান, রাস্তা নির্মাণে অনিয়ম হলে তা আবারো নুতন ভাবে করে দেয়া হবে। মসজিদের জমির উপর দিয়ে রাস্তা নির্মাণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওটা মসজিদের জমি হলেও পায়ে হাটার জন্য পুরনো রাস্তা। যা এখন ইট দিয়ে স্থায়ী করা হচ্ছে।
ইউনিয়ন সচিব ও রাস্তার তদারককারী সফিকুর রহমান জানান, তিনি বেশ কয়েকবার রাস্তাটি দেখেছেন, অনিয়ম হলে ওই ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্যাহ আল মাহমুদ জানান, ওই ঘটনায় তিনি অভিযোগ পেয়েছেন, যেহেতু মসজিদ ও সরকারী রাস্তা নির্মাণের বিষয়, তাই তিনি ঘটনাস্থলে গিয়ে সমস্যার সমাধান করবেন।