প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ৯, ২০২১ সময়ঃ ৫:৪৮ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

‘নারী নির্যাতন বন্ধ করি কমলা রংঙের বিশ্ব গড়ি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাড়া দেশের মতো ময়মনসিংহ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস-২০২১ উদযাপিত হয়।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর )তারিখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও জেলা পর্যায়ে সেরা ৯ জন কে জয়িতা সংবর্ধনা দেওয়া হয়।
ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ এনামুল হক। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, বেগম রোকেয়ার স্বপ্ন পুরণেই নারীদের এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত রাজস্ব সমর কান্তি বসাক। জয়িতা শিল্পী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ফেরদৌসী বেগম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মমতাজ উদ্দিন মন্তা, ইতিপূর্বে বিজয়ী সেরা জয়িতাগণসহ নির্বাচিত জয়িতাগণসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।
আলোচনা সভা ও জয়িতা সংবর্ধনার পূর্বে । দিবসটি উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ও ময়মনসিংহ জেলা প্রশাসনের সহযোগিতায় তৃনমূল থেকে ইউনিয়ন ও উপজেলা পর্যায় থেকে বাছাইকৃত নারীদের নয়টি ক্যাটাগরিতে জেলা পর্যায়ে সেরা ৯ জনকে জয়িতা নির্বাচিত করে পুরস্কৃত করা হয়।