প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ২৪, ২০২৪ সময়ঃ ৬:২০ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম বাঙালীকে (৭৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
গতকাল রোববার সকাল ১১টায় গফরগাঁও মিনি ষ্টেডিয়াম মাঠে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। উপস্থিত ছিলেন গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শিবিরুল ইসলাম, মুক্তিযোদ্ধারা প্রমুখ।
এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
গফরগাঁও থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার দেয়। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে প্রথম জানাজা শেষে বাদ জোহর নিজ গ্রামে বাড়ি চরআলগী ইউনিয়নের চরমছলন্দ কাঁচারীপাড়াতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার বড়পুত্র গফরগাঁও উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজ আল আসাদ ও ছোট পুত্র উপ-সচিব মোঃ আরিফুজ্জামান জানান, তার পিতা গত শনিবার সকাল ৮ ঘটিকায় ঢাকা বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী ও দুই পুত্র রেখে গেছেন।
উল্লেখ্য, বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম বাঙালী অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক ও সমাজসেবক ছিলেন।
####