প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ৮, ২০২৪ সময়ঃ ৩:৪৪ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে ৭ই নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে গফরগাঁও রেলস্টেশন প্রাঙ্গণে উপজেলা বিএনপি, পাগলা থানা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিশাল এক সমাবেশের আয়োজন করা হয়। পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এ বি সিদ্দিকুর রহমান।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন এবং পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান পল্টনের সঞ্চালনায় বিশাল সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাদেকুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এম আর খায়রুল, সাবেক যুগ্ম আহবায়ক মোঃ ফখরুল হাসান, সাবেক
যুগ্ম আহবায়ক জালাল উদ্দীন, সাবেক যুগ্ম আহবায়ক শহিদুর রহমান, সাবেক যুগ্ম আহবায়ক আজিম উদ্দিন আজিম,গফরগাঁও পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাহিদ হাসান স্বপন, আবু সায়েম, উপজেলা যুবদলের আহবায়ক সরদার মোঃ খুররম, পৌর যুবদলের সভাপতি সাইফুল ইসলাম রিপন, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফসানা মিমি, পৌর শ্রমিকদলের আহবায়ক আল আমিন জনি, উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল ইসলাম ইমনসহ অনেকেই প্রমুখ।
দীর্ঘ একযুগ পর উপজেলা বিএনপি স্টেশন চত্বরে প্রকাশ্য কোনো বৃহৎ সমাবেশের আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এ বি সিদ্দিকুর রহমান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত সমৃদ্ধ গফরগাঁও গড়ে তোলার জন্য সুশাসন প্রতিষ্ঠা করে শান্তিপূর্ণ রাজনীতির আহবান জানান।
###

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com